মাউন্ট এডোরা হসপিটাল সিলেট-এ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগি দেখছেন অধ্যাপক ডাঃ কে এম আখতারূজ্জামান ।
সিলেটের চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে মাউন্ট এডোরা হসপিটাল।
মাউন্ট এডোরা হসপটিাল সিলেট এর উদ্যেগে গতকাল ১৭ মে বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ায় বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ কে এম আখতারূজ্জামান ও গ্রীনহার্ট মেডিকেল টিম এর সহযোগিতায় সিলেটের চিকিৎসাবঞ্চিত প্রায় এক হাজার রোগীকে ফ্রি উচ্চরক্তচাপ এবং হৃদরোগজনিত জটিলতা সমুহের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম
আখতারূজ্জামান বলেনঃ
মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মানব সেবা আমাদের আজকের ফ্রি মেডিকেল মূল ক্যাম্পের উদ্দেশ্য। সমাজের প্রতিটি মানুষ যদি মানবসেবায় এগিয়ে আসে তাহলে আমাদের মত দেশেও সকল সমস্যার সমাধান করা সম্ভব।
ক্যাম্পে-এ আগত সাধারন জনগণ অনেকউচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এ ধরনের উদ্যোগ- কে স্বাগত জানিয়ে সুবিধাবঞ্চিতদের জন্য বারবার এরকম উদ্যোগ নেয়ার আহ্বান জানান।