সিলেট জেলা আইনজীবী সমিতি এবং মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করছেন সিলেট জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট মোঃ সামসুল হক এবং মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান।
গতকাল ২৪/০৭/২০২২ইং রোজ রবিবার মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়ার কনফারেন্স হল-এ সিলেট জেলা আইনজীবী সমিতি ও মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর মধ্যে কর্পোরেট সুবিধা বিষয়ে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান বলেন, এই চুক্তির মাধ্যমে সিলেট জেলা আইনজীবী সমিতির সাথে আমাদের স¤পর্কের ভীত আরোও দৃঢ় হলো। তিনি আরোও বলেন, আমরা স্বাস্থ্য খাতে সর্বোচ্চমানের সেবা সিলেটবাসী তথা সকলের জন্য সুনিশ্চিত করতে চাই। সিলেট জেলা আইনজীবী সমিতি আমাদের এই যাত্রায় অংশীদার হওয়াতে আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই ।
সিলেট জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট মোঃ সামসুল হক বলেন, এই চুক্তির ফলে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং তাদের বাবা, মা, স্বামী/স্ত্রী ও সন্তানদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহনের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবেন এবং এতে করে দ্বিপাক্ষিক স¤পর্ক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো। তিনি আরোও বলেন, আমরা মাউন্ট এডোরা হসপিটাল সিলেট-এর অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে একই সাথে আনন্দিত এবং সম্মানিত।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর পক্ষে আরোও উপস্থিত ছিলেন- পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক, ডাঃ শাহিদ আহমদ, চেয়ারম্যান (ব্যবসায় উন্নয়ন) ডাঃ নজমুস সাকিব, উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস) মেজর (অবঃ) ডাঃ এএনএম ফজলুল আজম, এজিএম (হেড অব একাউন্টস) মোঃ কামরুল ইসলাম, ম্যানেজার (এইচ আর ও এডমিন) এ বি এম জর্জেসুর রহমান, ম্যানেজার (ব্যবসায় উন্নয়ন) মোঃ শফিকুল ইসলাম, কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মোঃ আনিসুর রহমান, মহসিন আহমদ প্রমুখ।
সিলেট জেলা আইনজীবী সমিতি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক বিজিত লাল তালুকদার, শাবানা ইসলাম, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দিন ।