মাউন্ট এডোরা হসপিটাল এ “Executive Helpdesk” উদ্বোধন !

সিলেটের অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়ায় যুক্ত হল সেবাদানের নতুন মাত্রা!

গত ০৮-০১-২০২১ তারিখ (শুক্রবার) মাউন্ট এডোরা হসপিটাল, আখলিয়ার ২য় তলায় ২১৩ নং কক্ষে যাত্রা শুরু হয় ‘Executive Helpdesk’ – নামে ওয়ান স্টপ টপ সার্ভিস।

এখানে দ্রুততম সময়ে নিরবিচ্ছিন সেবা পাবেনঃ সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর সকল পরিচালক ও শেয়ারহোল্ডারগন, সকল চিকিৎসকগন এবং মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর সকল সম্মানিত কর্পোরেট ক্লায়েন্টগন ।

গতকাল সেবাখাতে এই নতুন পালক উদ্বোধন করেন সুরমা মেডিকেল সার্ভিসেস এর সম্মানিত ভাইস চেয়ারম্যান, অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুরমা মেডিকেল সার্ভিসেস এর পরিচালক, ডাঃ শাহিদ আহমেদ, মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়া এর পরিচালক, মেডিকেল সার্ভিসেস ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক ডাঃ আহমদ রিয়াদ চৌধুরী, পরিচালক, মাউন্ট এডোরা হসপিটাল এর ব্যবসায় উন্নয়ন বিভাগের চেয়ারম্যান ডাঃ নজমুস সাকিব, ডাঃ কিশোয়ার পারভিন, মাউন্ট এডোরা হসপিটাল, নয়াসড়ক এর পরিচালক মেডিকে সার্ভিসেস ডাঃ মোঃ আল মোহাইমিন এবং পরিচালক, ও সদস্য সচিব ব্যবসায় উন্নয়ন বিভাগ, মাউন্ট এডোরা হসপিটাল, ডাঃ রাহাত আমিন চৌধুরী, মাউন্ট এডোরা হসপিটাল এর ব্যবসায় উন্নয়ন বিভাগের কন্সাল্টেন্ট, মোঃ রাশেদুল ইসলাম, চিফ একাউন্টস অফিসার মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন, এবিএম জর্জেসুর রহমান, ম্যানেজার, ব্যবসায় উন্নয়ন বিভাগ মোঃ শফিকুল ইসলাম , অফিসার, বাবসায় উন্নয়ন, মোঃ রুহুল আমিন, অফিসার, মোঃ আনিসুর রহমান, জু. অফিসার একেএম জহিরুল হক,মহসিন আহমেদ, পিন্টু চক্রবর্তি, শাহ মোঃ জাবেদ হোসেন, মোঃ সালেহ আহমেদ, আইটি ইনচার্জ ও ডিজিটাল মার্কেটিং অফিসার তৌহিদ আন নুর, মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া ও মাউন্ট এডোরা হসপিটাল, নয়াসড়ক এর চিকিৎসকবৃন্দ প্রমুখ।

 

gdpr-image
This website uses cookies to improve your experience. By using this website you agree to our Data Protection Policy.
Read more

Jahid Hasan Rume

Junior Officer

Business Development

Mount Adora Hospital, Sylhet