মানব সেবাই হবে মাউন্ট এডোরা হসপিটাল এর একমাত্র ব্রত

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান ।

নবীগঞ্জে মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রোববার (১০ নভেম্বর ২০১৯) মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটের উদ্যোগে নবীগঞ্জে জামিআ’ ইসলামিয়া আরবিয়া দিনারপুর (বালিধারা মাদরাসা) অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান বলেন মানব সেবাই হবে মাউন্ট এডোরা হসপিটাল এর একমাত্র ব্রত, সমাজের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে আমরা পথ চলতে চাই।

মানবতার সেবায় বিয়ানীবাজার, বিশম্ভরপুর, মাধবপুর ও গোয়ালাবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে পরিচালনার ধারাবাহিকতায় মাউন্ট এডোরা হাসপাতাল জামিআ’ ইসলামিয়া আরবিয়া দিনারপুর (বালিধারা মাদরাসা) নবীগঞ্জ, হবিগঞ্জে চিকিৎসা বঞ্চিত প্রায় ১২০০ রোগীকে বিনামুল্যে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে জামিআ’ ইসলামিয়া আরবিয়া দিনারপুর মাদরাসার মুহতামিম মাওঃ আসজাদ আহমদ মাউন্ট এডোরা হাসপাতালের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং এই সেবা অব্যাহত রাখার আহবান জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, ডাঃ শিশির বসাক, ডাঃ সাজ্জাদুল হক, ডা. মো. গোলজার হোসেন, ডা. মোহাম্মদ বাকী বিল্লাহ, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (নান্না), ডাঃ ফাহিম আরা খানম জেনি,ডাঃ আইকিং,ডাঃ হিমাংশু শেখর দাস, ডাঃ এম এম ইদ্রিস, ডাঃ মোঃ হাফিজ এহসানুল হক সহ আরো ১৫ জন সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার।

 

ফ্রী মেডিকেল ক্যাম্পের খন্ডচিত্রঃ 

gdpr-image
This website uses cookies to improve your experience. By using this website you agree to our Data Protection Policy.
Read more

Jahid Hasan Rume

Junior Officer

Business Development

Mount Adora Hospital, Sylhet